ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

চার মামলায় মোসাদ্দেক আলী ফালুর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
চার মামলায় মোসাদ্দেক আলী ফালুর জামিন ফাইল ফটো

ঢাকা: অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ চার মামলায় জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক আদালত থেকে তিনি জামিন পান।

তার পক্ষে শুনানি করেন আডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

জামিনের শুনানি শেষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এক এগারোর সময় দায়ের করা চারটি মামলায় এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে জামিন দিয়েছেন আদালত। তন্মধ্যে তিনটি মামলায় তিনি আগেই জামিনে ছিলেন। ২০১৭ সালে স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের কারণে তিনি দেশের বাইরে যেতে বাধ্য হন। আজকে এ তিনটি মামলা এবং নতুন একটি মামলায় পৃথক আদালত তাকে জামিন দিয়েছেন। দুদককে ব্যবহার করে এসব মিথ্যা মামলা করা হয়েছে। আজকে আদালত থেকে এসব মামলায় জামিন দেওয়া হয়েছে।

জানা যায়, মতিঝিল থানার একটি মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় আলহাজ্ব মোহাম্মদ  মোসাদ্দেক আলীর নামে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিয়ের অভিযোগে এ মামলা করে দুদক। পরের বছর ১৪ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। চার্জশিট দাখিল হওয়ার পর হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা হয়। ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে অভিযোগ গঠন করেন আদালত।

এ মামলায় আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নামে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করে। নোটিশের পরিপ্রেক্ষিতে ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন তিনি। কিন্তু দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।

জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশকে সুন্দর মতো গড়ার আবারও সুযোগ করে দিয়েছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলাগুলো আইনের মাধ্যমে আমি মোকাবিলা করতে চাই। আমি নির্দোষ হলে অবশ্যই আইনের মাধ্যমে খালাস পাব।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
কেআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।