ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

সমাজীর নিয়োগ বাতিল চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
সমাজীর নিয়োগ বাতিল চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ  

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে ফৌজদারি বিশেষজ্ঞ অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তারা এই তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন ও ওমর ফারুকী।

এই সময় ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভে অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।  

উল্লেখ্য, মঙ্গলবার ফৌজদারি বিশেষজ্ঞ এহসানুল হক সমাজীকে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।  

মঙ্গলবার (২৭ আগস্ট) উপ সলিসিটর সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।

তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন।

অ্যাডভোকেট সমাজী এর আগেও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।

 

আরও পড়ুন: ঢাকার নতুন মহানগর পিপি এহসানুল হক সমাজী

 

বাংলাদেশ সময়: ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
কেআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।