ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩১, ২৯ আগস্ট ২০২৪, ২৩ সফর ১৪৪৬

আইন ও আদালত

৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের ৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগে সলিটিসিটর অনুবিভাগ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ আগস্ট নিয়োগ দেওয়া ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগ পাওয়া সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল পূর্বক রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।