ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে দুই হত্যা মামলা

ঢাকা: পৃথক দুই হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা হয়।

আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে এ ঘটনা নিয়ে মামলা বা জিডি আছে নাকি, তা তদন্ত করে সংশ্লিষ্ট থানা পুলিশকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

একটি মামলা হয় গত ৫ আগস্ট সকাল দশটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে খোবাইব নামে একজনের গুলিতে মৃত্যুর ঘটনায়। এ ঘটনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে তার ভাই জোবায়ের আহমেদ মামলা করেন। মামলায় আসামি হিসেবে শেখ হাসিনাসহ ৮৮ জনের নাম উল্লেখ করা হয়।

মামলার অপর আসামিরা হলেন- শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, সাইদ আবু হোসেন বাবলা, এনায়েত উল্লাহ, শাজাহান খান, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট দুপুরে রূপনগরের প্রশিকা মোড়ে গুলিতে ইসলামিয়া হাইস্কুলের শিক্ষার্থী মিরাজ নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে মামলা করেন খালাতো ভাই জসীম উদ্দিন।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মাহবুবুল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলম, নাঈমুল ইসলাম খান, আরিফুর রহমান, মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াছ উদ্দিন মোল্লা, শাহিদা তারেক দিপ্তি, কামাল আহমেদ মজুমদার, শাহিন চাকলাদার, মশিউর রহমান, হারুন অর রশীদ, রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিক, গাজী মেজবাউল হক সাচ্চু, এসএম মান্নান কচি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
কেআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।