ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে হাইকোর্টের রুল

ঢাকা: মাজার, দরগাহ, খানকাসহ দেশের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

মাজার, দরগাহ, খানকাসহ দেশের ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা দিতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  

একই সঙ্গে মাজার, দরগাহ, খানকাসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় হামলা-ভাঙচুর ঠেকাতে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম অভি। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক সাজওয়ার পার্থ।

রিটকারী আইনজীবী শাহ আলম অভি জানান, হাইকোর্টে রিট আবেদনের আগে গত ৯ সেপ্টেম্বর মাজার, দরগাহ, খানকাসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় হামলাকারীদের আইনের আওতায় আনতে এবং হামলা-ভাঙচুর রোধে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র সচিবের কাছে লিখিত আবেদন করা হয়। আদালত ওই আবেদন দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ইএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।