ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

আরো এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
আরো এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাম্মেল বাবুকে 

ঢাকা: রাজধানীর বাড্ডা থানার তৌহিদুল ইসলাম হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাুল রাকিব তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

 

গত ১৬ সেপ্টেম্বর ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

পরদিন তাদের রমনা মডেল থানায় লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে গত ২৩ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠানো হয়।  

এরপর মোজাম্মেল বাবুকে তৌহিদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। তাই আজ তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।  

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুইয়া। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই তিনি মারা যান। এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
কেআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।