ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ 

নরসিংদী: সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা য়ায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ মনোহরদী বেলাব আসনের সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের অভিযুক্ত করে মাধবদী থানায় মহিষাসুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রমিকদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম  হত্যার অভিযোগে মামলা করা হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পরবর্তীতে নরসিংদীর সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সঙ্গে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম জানান বয়স এবং শারীরিক অসুস্থতা ছাড়াও ঘটনাস্থলে অনুপস্থিতি বিবেচনায় আদালত তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে এ আদেশের বিরোধিতা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল কাদির টিটু।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।