ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হিন্দু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
হিন্দু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকারকে আহ্বায়ক ও আইনজীবী বাসুদেব গুহকে সদস্য সচিব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় নীতিনির্ধারণী কমিটি গত ২১ সেপ্টেম্বর নবগঠিত কমিটির অনুমোদন দিয়েছে।  

কমিটিতে গুরুপদ মণ্ডলকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন- অ্যাডভোকেট অনুজ কুমার মণ্ডল, প্রশান্ত মণ্ডল (শান্ত), সাইমন রায় (মিলন), পুলক হালদার, শংকর দত্ত, প্রকাশ বৈদ্য, শংকরী হালদার, দেবাশীষ পাণ্ডে, সত্যবতী রায় ও শ্যামল কান্তি সরকার।  

অনুমোদনপত্রে বলা হয়েছে, আইনজীবীদের নবগঠিত এ কমিটি বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির সব নিয়মকানুন আবশ্যিকভাবে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে। একইসঙ্গে কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করতে বিভিন্ন জেলা ও বিভাগীয় কমিটির সমন্বয়ে দ্রুত সময় তথা গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।