ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে হত্যা মামলায় চীনা নাগরিকের ১০ বছর কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সিলেটে হত্যা মামলায় চীনা নাগরিকের ১০ বছর কারাদণ্ড

সিলেট: সিলেটে ওয়েন্টাও ওয়েইয়ের (৪৮) নামে চীনা নাগরিক হত্যা মামলায় দেশটির আরেক নাগরিক জো চাও-এর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ওয়েন্টাও, জো চাওসহ ১২ জন চীনা নাগরিক কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত ছিলেন। তারা নগরের পশ্চিম পাঠানটুলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০২১ সালের ১৮ মে সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো চাও। গুরুতর আহত অবস্থায় ওয়েন্টাওকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে জো চাওকে একমাত্র আসামি করে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার শুনানিতে ১৪ জন সাক্ষীর ১১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ আরও বলেন,  বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। রায়ের সময় আসামি জো চাও আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।