ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আইন ও আদালত

অন্তর্বর্তী সরকার ‘তত্ত্বাবধায়কে’ পরিবর্তন নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
অন্তর্বর্তী সরকার ‘তত্ত্বাবধায়কে’ পরিবর্তন নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নাম পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নাম ধারণ করা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান বাতিল করে উচ্চ আদালতের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আজকের রায়ের মধ্যে বলেছেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের মতামত নিয়ে করা হয়েছে। ওইটার (অন্তর্বর্তী সরকার) সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক পজিশন (অবস্থান) নেই।

কার অধীনে নির্বাচন হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এই সরকার যদি ১৩তম সংশোধনীর (তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণার রায়) রায়ের পর আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। সে ফর্মেটে চলে যাবে।

তখন এক সাংবাদিক বলেন, অন্তর্বর্তী সরকার কি সেটা করতে পারবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কেন পারবে না? নিশ্চয়ই পারবে।

সেক্ষেত্রে নতুন সরকার ফর্ম করতে হবে নাকি, এই সরকারই ওই ফর্মেটে যাবে? এটা (অন্তর্বর্তী সরকার) কি রিপ্লেস হয়ে যাবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকারই রিনেমড হবে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি, যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবেন ওনারাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং এটা (সদস্য) হবেন। লেবেলটা চেঞ্জ হবে। এটায় সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।