ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় ব্যাংকের কম্পিউটারের হার্ডডিস্ক পরীক্ষা করার অনুমতি পেয়েছে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি রায়হান উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার (২৩ মার্চ) এ অনুমতি দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
এর আগে মঙ্গলবার (২২ মার্চ) তদন্ত কর্মকর্তা জব্দ করা হার্ডডিস্কের ফরেনসিক পরীক্ষার অনুমতি চেয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) আবেদনটি করেন। বুধবার এ বিষয়ে শুনানি শেষে আবেদন গ্রহণ করেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার চুরির পর প্রায় দেড় মাস বিষয়টি গোপন রাখে বাংলাদেশ ব্যাংক। পরে ফিলিপাইন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হলে তা বাংলাদেশের মিডিয়াগুলোতেও প্রচারিত হতে থাকে।
এরপর ১৫ মার্চ মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের ব্যাংক হিসাবে রক্ষিত বাংলাদেশের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি হয়েছে। এর একটি অংশ (২০ মিলিয়ন) গেছে শ্রীলঙ্কায়, আরেকটি অংশ (৮১ মিলিয়ন) গেছে ফিলিপাইনে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমই/টিএইচ/এএসআর