ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ট্রাফিক সার্জন্টের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ৯, ২০১৬
ট্রাফিক সার্জন্টের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার আবেদন

ঢাকা: মোটরসাইকেলের সব বৈধ  কাগজপত্র থাকা সত্ত্বেও দুই হাজার টাকা চাঁদা না দেওয়ায় মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মতিঝিল ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সেলিমের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

সোমবার (০৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শরিফুল  ইসলাম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে দুপুরে এ সংক্রান্ত আদেশ দেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমআই/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।