ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
নাটোরে হেরোইন বহনের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোর: নাটোরে হেরোইন বহনের দায়ে রাকিব আলী (৩৯) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ মে)) দুপুরের নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাকিব আলী চাঁপাইনবাবগঞ্জের আরামবাগ নতুনপাড়া এলাকার ফজের আলীর ছেলে।

নাটোর জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকা থেকে রাকিব আলীকে আটক করে। এময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।