ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগমারার কৃষক আকাবর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
বাগমারার কৃষক আকাবর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার কোনোবাড়ি উত্তরপাড়া গ্রামের কৃষক আকাবর আলী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ ও বিশেষ দায়রা জজ আদালতের-(২) বিচারক জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আবু হানিফ প্রামানিক (২৮) ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল সকাল ৮টার দিকে কোদাল দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি কাটছিলেন কৃষক আকাবর আলী। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ‍মকবুল হোসেনের ছেলে আবু হানিফ প্রামানিক তার ঘাড়ের ডান পাশে কোদাল দিয়ে কোপ মারেন।  

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন বিকেলে নিহতের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবু হানিফকে গ্রেফতার করে।  

তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।  

পরে মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিকেলে আদালতের বিচারক আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বাকার।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।