ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীর পাঁচ রাজাকারের বিষয়ে আদেশ ১৭ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
পটুয়াখালীর পাঁচ রাজাকারের বিষয়ে আদেশ ১৭ নভেম্বর

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ ৫ রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হবে কি-না সে বিষয়ে আদেশের দিন আগামী ১৭  নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইসহাক সিকদার ছাড়া এ মামলার অন্য চার আসামি হলেন- আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

পাঁচজনই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ওই ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন প্রসিকিউশন। রোববার (১৬ অক্টোবর) তা উত্থাপিত হলে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১৭  নভেম্বর আদেশের দিন ধার্য করেন।  

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।

গত বছরের ২৩ সেপ্টেম্বর ৫ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর অন্য মামলায় আগে থেকেই গ্রেফতারকৃত ওই ৫ জনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।

আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।  ওই সময়ে তারা হত্যা ছাড়াও ১৭ জনকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের মধ্যে এখনো জীবিত রয়েছেন ৮ জন বীরাঙ্গনা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬

ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।