ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে আগামী ২৮ ডিসেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ অক্টোবর) বিচারপত মো.শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর প্রসিকিউটর জাহিদ ইমাম ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা।
আইনজীবীরা জানান, প্রতিবেদন দাখিলের নির্দেশের পাশাপাশি এ মামলায় গ্রেফতারকৃত মো. রঞ্জু মিয়াকে আগামী ৩১ অক্টোবর সেফহোমে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়েছে।
মামলার পলাতক আসামিরা হলেন- আব্দুল জব্বার, মো. জাফিজার রহমান, আব্দুল ওয়াহেদ, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
গত ২৯ মে একই মামলার ওই ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় মো. রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হলেও বাকি পাঁচজনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
একাত্তরের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষদের ওপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
ইএস/জিপি/এএসআর