ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

পিপলস লিজিংয়ের সাবেক পরিচালকের জামিন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
পিপলস লিজিংয়ের সাবেক পরিচালকের জামিন বাতিল

ঢাকা: ভুয়া জামানতের মাধ্যমে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানসিয়াল সার্ভিসেস লিমিটেডের ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মো. খবির উদ্দিন মিঞার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। খবির উদ্দিন মিয়ার পক্ষে ছিলেন আবদুল বাসেত মজুমদার এবং শ ম রেজাউল করিম।

গত ২১ আগস্ট পল্টন থানায় খবির উদ্দিন মিঞাসহ ১০ জনের নামে মামলা করে দুদক। মামলায় পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞাসহ ১১ জনের বিরুদ্ধে জামানত ছাড়াই ৭৩ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
 
ওই মামলায় ৫ অক্টোবর হাইকোর্টের মঞ্জুর করা জামিন আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।