ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ইউকে-বাংলার চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ইউকে-বাংলার চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে আগামী সোমবারের (১৪ নভেম্বর) মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

ঢাকা: বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে আগামী সোমবারের (১৪ নভেম্বর) মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বৃহস্পতিবার (১০) এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইউকে-বাংলা ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

২৬ সেপ্টেম্বর তাজউদ্দিনকে চার সপ্তাহের জামিন দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আত্মসমর্পণের দিন তাকে ২ কোটি টাকা জমা দিতে (বেসিক ব্যাংক) নির্দেশ দেন। পাশাপাশি প্রতি ২ মাস অন্তর ২ কোটি টাকা করে ব্যাংকে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত পালনে ব্যর্থ হলে জামিন বাতিল হবে।

এ আদেশের বিরুদ্ধে দুদক আবেদনের পর ১৬ অক্টোবর হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতির আদালত। একইসঙ্গে ১০ নভেম্বর এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিনও ঠিক করেছেন আদালত।
 
সে অনুসারে বিষয়টি বৃহস্পতিবার শুনানিতে আসে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।