ঢাকা: ২০০৯ সালের পর এলপিজি গ্যাসের দাম পুন:নির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণাকরা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৩নভেম্বর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০০৯ সালে ১২.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে দেয় বিইআরসি। গত ৭ বছরে এ দাম পুন:নির্ধারণ করা হয়নি। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে এলপিজি গ্যাসের দাম কমে গেছে। কিন্তু এখানে গণশুনানি করে দাম পুন:নির্ধারণ করা হয়নি। সিলিন্ডারের দাম পুন:নির্ধারণ চেয়ে ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এখন পর্যন্ত এ আবেদনের নিষ্পত্তি না করায় ক্যাবের পক্ষে হাইকোর্টে রিট করেন স্থপতি মোবাশ্বের হেসেন।
এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেছেন বলে জানান আইনজীবী সাইফুল।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ইএস/এসএইচ