ঢাকা: গাইবান্ধায় গুলি ও হামলায় আহত চিকিৎসাধীন তিন সাঁওতালের কোমরের রশি ও হাতকড়া খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) এ রিট আবেদন করেছেন আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হবে।
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া বলেন, গত বুধবার (০৯ নভেম্বর) একটি ইংরেজি দৈনিকে হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিন সাঁওতালকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি পাহারায় দু’জন চরেন সরেন ও বিমল বিসকোকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দ্বিজেন টুডোকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে রিট আবেদন করা হয়েছে।
সোমবারই রিটটি উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
গত ০৬ নভেম্বর রোববার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকল এলাকার মাদারপুর ও জয়পুরে সাঁওতালদের পল্লীতে হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ইএস/এএসআর