বরিশাল: বরিশালে ৮০ মণ জাটকাসহ আটক মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন খান এ আদেশ দেন।
শহিদুল ইসলামের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি এলাকায়।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে নগরের রূপাতলী এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর সদস্যরা। এসময় ওই বাস থেকে ৮০ মণ জাটকাসহ শহিদুলকে আটক করা হয়। পরে সকালে শহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে কারা ও অর্থদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএস/এসআই