ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক নুরুল হুদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি জসিম, সম্পাদক নুরুল হুদা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সভাপতি ও অ্যাডভোকেট মো. নুরুল হুদা পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বার্চিত হয়েছেন। 

বৃহস্পতিবাবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বরত অ্যাডভোকেট জহুর লাল ভৌমিক এ ফলাফল ঘোষণা করেন।

এতে সহ-সভাপতি পদে নুর উদ্দিন বাবুল (আওয়ামী লীগ সমর্থিত), মুহাম্মদ বেলাল উদ্দিন (বিএনপি সমর্থিত), সহ-সম্পাদক পদে খায়ের আলম (বিএনপি সমর্থিত), মনোয়ার হোসেন চৌধুরী (আওয়ামী লীগ সমর্থিত), পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম শিপন (বিএনপি সমর্থিত), সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু (বিএনপি সমর্থিত)।

এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- মো. ফিরোজ আলম (বিএনপি সমর্থিত), মুনতাসিমুল হোসেন মুন্নু (বিএনপি সমর্থিত), মো. জিয়াউর রহমান (আওয়ামী লীগ সমর্থিত), রেজাউল করিম রাজু পাটওয়ারী (আওয়ামী লীগ সমর্থিত) ও সুফিয়ান কামাল শামিম (জামায়াত সমর্থিত)।  

সূত্র জানায়, ২৪২ জনের মধ্যে ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।