ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
অ্যাসিড নিক্ষেপের দায়ে তিনজনের যাবজ্জীবন

ঢাকা: স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামী সুরুজ আলম খানসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন- সুরুজ আলমের বন্ধু শফিউল ইসলাম রিপন ও ছালিম হাওলাদার।

মামলার প্রধান আসামি সুরুজ আলমের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার সিংহেরকাঠি গ্রামে।

তার বাবার নাম মোশারফ হোসেন। অন্য দুই আসামির বাড়িও বরিশাল জেলায়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

আসামি সুরুজ আলমকে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্ত ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। রায় শুনিয়ে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

বাদিনী ভিক্টিম মাহফুজা আক্তার সুবর্ণা মামলার প্রধান আসামি সুরুজ আলম খানের তৃতীয় স্ত্রী। সুরুজ আলম দাঁতের মাজন, আগরবাতি ও গোলাপজল ফেরি করে বিক্রি করেন।

পারিবারিক বিরোধের জের ধরে গত বছরের ০৭ এপ্রিল ভোর পৌনে ৬টায় সময় সুরুজ আলম তার বন্ধু শফিউল ইসলাম রিপন ও রিপনের বন্ধু ছালিম হাওলাদারকে নিয়ে স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণার শরীর, মাথা, বুকে ও মুখে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে বাদিনীর ছোট মেয়েও আহত হয়।

এ ঘটনায় রাজধানীর রুপনগর থানায় অ্যাসিড মামলা দায়ের করেন সুবর্ণা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।