ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাসিকের বর্ধিতহারে হোল্ডিং ট্যাক্স আদায়ে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
রাসিকের বর্ধিতহারে হোল্ডিং ট্যাক্স আদায়ে বাধা নেই

রাজশাহী: রাজশাহী মহানগরীতে সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিতহারে হোল্ডিং ট্যাক্স আদায়ে বাধা নেই। সিটি করপোরেশনের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ জানুয়ারি অ্যাডভোকেট আলী আকবর প্রামাণিক ও অন্যরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে ১৩৫২৯/২০১৬ নম্বর রিট পিটিশন দায়ের হয়।

ওই মোকাদ্দমায় সিটি রাসিক ট্যাক্সেশন রুলস ১৯৮৬ এর ২০ ও ২১ নম্বর বিধির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়।

পরবর্তীতে রাজশাহী সিটি করপোরেশন ওই রিট পিটিশনের আদেশের বিরূদ্ধে ৩৭৫/২০১৭ নম্বর লিভ টু আপিল দায়ের করে। উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ ২৪ জানুয়ারি দেওয়া আদেশ রোববার স্থগিত ঘোষণা করেন।

ফলে রাজশাহী সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্স আদায় বা নির্ধারণে আর কোনো বাধা নেই। মহানগরীর নাগরিকরা হোল্ডিং খোলা বা হোল্ডিং কর পরিশোধ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এসএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।