ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় সাত পরিবহন শ্রমিক রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
নাশকতার মামলায় সাত পরিবহন শ্রমিক রিমান্ডে শ্রমিকদের কর্মবিরতিতে ভাংচুর/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় অবরোধ পালনকালে মহাসড়কে যান চলাচলে বাধা, ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশের দায়িত্বপালনে বাধা ও হত্যার উদ্দেশে মারধরের মামলায় সাত পরিবহন শ্রমিকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- রফিকুল, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বি, আলামিন ও এনামুল

বৃহস্পতিবার (০২ মার্চ) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর দারুসসালাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যোবায়ের।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজ প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।



২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয়ে শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ছবির শুটিং স্পট থেকে ঢাকায় ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কে জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় তারেক মাসুদ, মিশুক মনিরসহ ৫ জন। আহত হন আরও ৩ জন।

এ ঘটনায় চুয়াডাঙা ডিলাক্স বাসের চালক জামির হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

গত ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আদালত আসামি জামিরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা অবরোধের ডাক দিলে গত ১ মার্চ গাবতলীর তিন রাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়, পুলিশের এপিসি গাড়ি ভাংচুর করে হত্যার উদ্দেশে মারধর করে।

এ ঘটনায় দারুসসালাম থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিশ্বজিত পাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।