ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রশ্নপত্র ফাঁসের মামলায় সেই আটজন রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
প্রশ্নপত্র ফাঁসের মামলায় সেই আটজন রিমান্ডে

ঢাকা: এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আটজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন, কমলাপুর শের-ই-বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, তার সহযোগী জহিরুল ইসলাম শুভ, লিটন, তারিকুজ্জামান হিমেল, আরিফ, রুমন, রাজিব ও ইয়াসির আরাফাত অন্তর।

বৃহস্পতিবার (০২ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক দেলেয়ার হোসেন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

এ সময় একাধিক আইনজীবী রিমান্ড বাতিল ও আসামিদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম মাসুদ জামান, রিমান্ড বাতিল ও জামিনের আবেদন নাকচ করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়।

এর আগে বিজি প্রেস থেকে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি ৬ জনকে চারদিন করে রিমান্ডে নেয় পুলিশ।

আরও পড়ুন: ১০ মিনিটেই প্রশ্নপত্র ফাঁস

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।