ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

না’গঞ্জে ২ মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
না’গঞ্জে ২ মাদক ব্যবসায়ীর সশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জ: ৫৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়িসহ র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী আবদুল জলিল ও ওলি আহমদকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জলিল কুমিল্লা জেলার সদর থানার ধনপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে ও ওলি একই জেলার চৌদ্দগ্রাম থানার পূর্ববেলাঘর গ্রামের অহিদুর রহমানের ছেলে।


 
পিপি ওয়াজেদ আলী খোকন জানান, গত বছরের ১৯ ফেব্রুয়ারি র‌্যাব-১১ এর একটি টিম সোনারগাঁও উপজেলার নয়াবাড়ি এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫৮ হাজার ৪৮০টি ইয়াবা বড়ি উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করে। তারা সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকা ও নারায়ণগঞ্জে পাইকারি বিক্রি করতো। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়।
 
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম বাংলানিউজকে বলেন, রায় ঘোষণার পর দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।