ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা সোহেলের দুই মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
 বিএনপি নেতা সোহেলের দুই মামলা স্থগিত

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে পুলিশের করা দুই মামলার বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই মামলা কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন।

সোহেলের করা দুই আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৮ মার্চ) রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

পরে মাসুদ রানা বলেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিরপুর থানায় ২০১৫ সালের ০২ জানুয়ারি করা মামলা দু’টির কার্যক্রম স্থগিত থাকবে।   বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ দু’টি মামলা হয়।

পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন সোহেল। ‍

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।