ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বাবরের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
বাবরের দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ছবি: লুৎফুজ্জামান বাবর

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে  জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির মামলা ছয়মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মামলাটি বাতিলে তার করা আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ‍শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক।

পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবর। যে আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।