ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের দুর্নীতির মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের দুর্নীতির মামলা চলবে

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা বাতিলে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

মামলা বাতিলে রুল খারিজ করে বুধবার (১২ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

 

তিনি বলেন, রুল খারিজ হয়ে যাওয়ায় এখন বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় একটি মামলা করা হয়। চার্জশিট দায়ের করার পর আদালতে এ মামলার কার্যক্রম চলছিল। এ পর্যায়ে আলতাফ হোসেন অভিযোগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

যে রুল বুধবার খারিজ হয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।