ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে ভুয়া ২ পথ চিকিৎকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
নড়াইলে ভুয়া ২ পথ চিকিৎকের কারাদণ্ড

নড়াইল: নড়াইলে ভুয়া দুই পথ চিকিৎককে ৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে বন্য প্রাণীর চামড়া ও মাথার কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি এবিএম খালিদ হাসান সিদ্দিকী এ আদেশ দেন।

এ সময় তাদের কাছ থেকে একটি কুমিরের মাথার কঙ্কাল, চিতাবাঘের মাথা, ভালুক, বনরুই, হরিণ ও বনবিড়ালের চামড়া জব্দ করা হয়।

দণ্ডিতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার লৌগঞ্জ থানার কনকসার গ্রামের গোলজার হোসেন (৫০) ও একই গ্রামের মোহাম্মদ আলী (৫৫)। এরা দীর্ঘদিন ধরে নড়াইল আদালত চত্বরসহ বিভিন্ন এলাকায় পশুর চমড়া ও মাথা দেখিয়ে রোগব্যাধি ভালো করার নামে অপচিকিৎসা করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি এবিএম খালিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এরা চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন-২০১২ এর ৩৭ (খ) এর ধারায় তাদের পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।