ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যশোরে বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
যশোরে বিচারক প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন জেলা ও দায়রা জজ আদালত। ফাইল ছবি

যশোর: যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) ও কিশোর আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের প্রত্যাহার দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর সাংবাদিকদের জানান, বিচারক মঞ্জুরুল ইমাম বিভিন্ন সময় আইনজীবীদের সম্পর্কে কটূক্তি ও অসদাচরণ করেন।

এছাড়াও তিনি বিচারিক মনোভাব পোষণ করেন না। এতে ওই বিচারককে প্রত্যাহার করতে সর্বসম্মত আলটিমেটাম দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আইনজীবীরা ওই বিচারকের আদালতে যাবেন না।

জরুরি সভায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস, সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, সালাহউদ্দিন স্বপন, মাহবুব আলম বাচ্চু, অ্যাডভোকেট আবু মুরাদ, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
ইউজি/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।