ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আপিলের অনুমতি পেলেন বিচারপতি ফজলুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আপিলের অনুমতি পেলেন বিচারপতি ফজলুল হক

ঢাকা: দুর্নীতির দায়ে করা মামলার অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হক।

সোমবার (৩১ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ তার লিভ টু আপিল আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি বলেন, লিভ মঞ্জুর করেছেন। পাশাপাশি মামলার কার‌্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

এর আগে ১৫ মার্চ বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ তথ্য গোপন ও জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিচারপতি ফজলুল হকের আবেদন খারিজ করে দেন।

এরপর এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ফজলুল হক।

সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদকের নোটিসের জবাবে বিচারপতি ফজলুল হক সম্পদের যে হিসাব বিবরণী দাখিল করেছিলেন, সেখানে প্রায় ৯৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ পেয়ে জরুরি অবস্থার সময় ২০০৮ সালের ১৩ এপ্রিল রমনা থানায় এই মামলা দায়ের করে দুদক।

গত বছরের ১৪ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিচারপতি ফজলুল হক। ১৫ মার্চ ওই আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ৩১,২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।