ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

স্বর্ণ দোকানে অভিযান পরিচালনায় আর আইনগত বাধা নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
স্বর্ণ দোকানে অভিযান পরিচালনায় আর আইনগত বাধা নেই

ঢাকা: যথাযথ আইন অনুসরণ ছাড়া স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা না করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ আগস্ট) অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এর ফলে স্বর্ণের দোকানে অভিযান পরিচালনায় আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দীন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। জুয়েলারি সমিতির পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা না করা নিয়ে ৮ জুন হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মঙ্গলবার চেম্বার বিচারপতি সে আদেশ স্থগিত করে দিয়েছেন।

এ আদেশের ফলে স্বর্ণ দোকানে অভিযান পরিচালনায় আর আইনগত কোনো বাধা থাকলো না।

চলতি বছরের ৮ জুন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়েছিল। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইন অনুসরণ ছাড়া স্বর্ণ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অভিযান না চালানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে স্বর্ণ আমদানিতে নীতিমালা করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআরে) করা জুয়েলারি সমিতির আবেদনের নিষ্পত্তি এক মাসের মধ্যে করতে বলা হয়েছিল।  

পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এরপরে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ স্থগিত করে দেন।

১২ অক্টোবর লিভ টু আপিলের শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ইএস/এসএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।