ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

‘বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন বলে প্রধান বিচারপতি হয়েছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
‘বঙ্গবন্ধু স্বাধীন করেছিলেন বলে প্রধান বিচারপতি হয়েছি’ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (ফাইল ফটো)

মৌলভীবাজার: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন বলে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। দেশের ৬৪টি জেলায় আইনজীবী সমিতি স্থাপন করা সম্ভব হয়েছে’।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শহরের পৌর জনমিলন কেন্দ্রের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সিনহা বলেন,  ‘আমাদের আরও লেখাপড়া করতে হবে।

প্রতি বছর দেশের কয়েক হাজার মেধাবী ছেলে-মেয়ে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিচ্ছে। সেখানে তারা মেধার স্বাক্ষর রেখে পরে চাকরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে ও এটি বন্ধ করতে হবে’।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. আবু তাহের এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জি এম আল মাসুদ। বক্তব্য দেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট সমর কান্তি দাশ চৌধুরী, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

প্রধান বিচারপতি আরো বলেন, ‘সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি প্রধান বিচারপতি, আমারও  সাইবার ক্রাইম বিষয়ে শিক্ষা নেই। আমাদের আইনজীবীদের সাইবার ক্রাইম ল’ বিষয়ে লেখাপড়া নেই। তাই সাইবার ক্রাইম ল’ বিষয়ে আমাদের পড়তে হবে’।

তিনি বলেন, ‘এখন বাংলাদেশকে আর তলাবিহীন ঝুড়ি কেউ বলে না, আমাদের অনেক উন্নতি হয়েছে’।

‘উন্নত দেশে ধনী ব্যক্তিরা অক্সফোর্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের ধনী ব্যক্তিরা এলাকায় মাদ্রাসা-মক্তব প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তাদেরকে বেশি করে  বিশ্ববিদ্যালয় গড়ার কাজে এগিয়ে আসতে হবে’।

**বার কাউন্সিলের ১৫তলা ভবনের নকশা সুপ্রিম কোর্টে
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।