মঙ্গলবার (০৬ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ১ মার্চ বগুড়ার একটি হোটেলে সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় মাহমুদুর রহমান মন্তব্য করে বলেন ‘বাংলাদেশে সন্ত্রাসের আমদানিকারক বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমার যারা বয়সে প্রবীণ তারা জানি বাংলাদেশে সন্ত্রাসের জনকের নাম হচ্ছে হাসানুল হক ইনু। ’
বাদীর অভিযোগ আসামির বক্তব্য ইউটিউবে প্রচারিত হওয়ায় বাংলাদেশের নাগরিক হিসেবে তার মানহানি ঘটেছে। এ জন্য তিনি এক হাজার কোটি টাকার মানহানিকর মামলার আবেদন করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এমআই/ওএইচ/