ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী কুলসুম হত্যা মামলায় স্বামী শহিদুল ইসলামের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ আদালত।

সোমবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রাব্বানী মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর এলাকার শহিদুল ইসলাম তার স্ত্রী কুলসুমের কাছে যৌতুকের টাকা দাবি করেন। এতে কুলসুম অপারগতা প্রকাশ করলে ২০১৩ সালের ৭ জুলাই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন শহিদুল। ওইদিনই নিহতের বাবা লতিফ আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৩ সালে ২৮ নভেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মাসুদ রানা।

১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে জেলা ও দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকট জবদুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহমান।     

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।