ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জাল ভোট দেয়ার অপরাধে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জাল ভোট দেয়ার অপরাধে ২ জনের কারাদণ্ড

বরগুনা: বরগুনার বামনা উপজেলায় জাল ভোট দেয়ার অপরাধে নাঈম ও বিজন নামের দুই জনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কমেলস মজুমদার।  

জানা যায়, বামনা উপজেলা পরিষদ নির্বাচনে উত্তর কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এলে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা।

 

সাজাপ্রাপ্ত নাইম উপজেলার রুহিতা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর চৌকিদারের ছেলে এবং বিজন চন্দ্র একই উপজেলার উত্তর কাকচিড়া ইউনিয়নের বাসিন্দা স্বপন চন্দ্রের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।