ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
বরিশালে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

বরিশাল:  বরিশালে চার বছরের শিশুকে ধর্ষণে দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩১ মার্চ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ বরিশাল বিমানবন্দর থানাধীন রবিন্দ্রনগর গ্রামের জাফর আলীর ছেলে।

বর্তমানে সোহাগ পালাতক রয়েছে।  

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বাংলানিউজ জানান, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ওই শিশু তার নানা বাড়ি থেকে বরিশাল বিমানবন্দর থানাধীন রবিন্দ্রনগরে ফেরার পথে সোহাগ শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা শিশুর মা দেখে ফেলায় সোহাগ পালিয়ে যান। পরে এ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই বছরের ৫ অক্টোবর এয়ারপোর্ট থানায় মামলা করে শিশুর পরিবার।

পরে ২০১১ সালের ২৯ জানুয়ারি সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন বরিশাল এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুমুর রহমান। মামলায় নয় জনের মধ্যে সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বাংলা‌দেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।