ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

মমেক ছাত্রকে কোপানোর ঘটনায় যুবকের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
মমেক ছাত্রকে কোপানোর ঘটনায় যুবকের যাবজ্জীবন

ময়মনসিংহ: ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংহ মেডিক্যাল (মমেক) কলেজের শিক্ষার্থীকে কোপানোর ঘটনায় অভিযুক্ত লিমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি লিমন মিয়া নগরীর চরপাড়া এলাকার বাসিন্দা।

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব কুমার সরকার সঞ্জু।

তিনি জানান, রায়ে অভিযুক্ত লিমনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। অন্যথায় আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধে ২০১৪ সালের ১৪ জুন মমেক হাসপাতালের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ত্বকীকে কুপিয়ে মারাত্মক জখম করেন অভিযুক্ত লিমন। এ ঘটনার দু’দিন পর ওই বছরের ১৬ জুন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে একই বছরের ২৮ আগস্ট মামলার তদন্ত শেষে লিমনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আদালতে এ মামলায় চার্জ গঠনের পর র্দীঘ শুনানি শেষে সোমবার দুপুরে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময় ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।