বুধবার (১৮ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র জজ কেএম ইমরুল কায়েশ এই জামিনাদেশ দেন। গত ১৫ মার্চ এ মামলায় লোকমান ভূঁইয়ার পক্ষে জামিন আবেদন করা হয়।
গত বছর ২৭ অক্টোবর লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ১ এ দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এরপর ৩ নভেম্বরের এ মামলায় লোকমান ভূঁইয়াকে সাতদিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। তবে এখনো মামলাটি তদন্তাধীন।
গত ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র্যাপিড অ্যাকশন (র্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর মোহামেডান ক্লাবেও অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে থেকে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এরপরে গত ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রথমে মাদক ও পরে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
কেআই/এমএ