সোমাবর (৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাঁচ আসামি হলেন- সোহাগ হোসেন (৫০), খালিদ চৌধুরী (৪২), মোছা. সানজিদা, আকবর আলী ও নাজমুল হাসান।
সোমবার পল্টন থানায় দায়ের করা মানবপাচার মামলায় গ্রেফতার সোহাগ হোসেন, খালিদ চৌধুরী ও সানজিদাকে এবং তেজগাঁও থানায় দায়ের করা মামলায় আকবর আলী ও নাজমুল হাসানকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান।
লিবিয়ার ঘটনায় গত দুইদিনে ঢাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বাদশা মিয়া, জাহাঙ্গীর মিয়া ও লিয়াকত শেখ ওরফে লিপুকে পল্টন থানার দুই মামলায় পাঁচদিন করে রিমান্ডে পাঠানো হয়েছে।
অপর দিকে, লিবিয়ায় মানবপাচার ও ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা মামলায় দুই ভাই সাহিদুর রহমান ও মাহবুবুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম মামুন ভুইয়া এ আদেশ দেন। পল্টন থানায় মানবপাচার ও হত্যার অভিযোগে করা সিআইডির মামলায় তারা দুজন এজাহারনামীয় আসামি।
সম্প্রতি অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। এছাড়া ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হন। ওই ঘটনা দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ০৮, ২০২০
কেআই/ওএইচ/