শুক্রবার (১২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
ড. মো. রেজাউল করিম জানান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেড।
তিনি জানান, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্মসচিব উম্মে কুলসুমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় বাংলাদেশের যেকোনো বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকারভিত্তিতে ওই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা পাবেন তারা।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১২, ২০২০
ইএস/ওএইচ/