স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর রোববার (২১ জুন) সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত দুটি আলাদা আবেদনে এই দাবি জানানো হয়।
এর মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় নমুনা সংগ্রহের জন্য পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় একটি বুথ স্থাপনের আবেদন জানিয়ে বলা হয়, করোনার প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজার সদস্যের জন্য টেস্ট করার কোনো সুবিধা নাই।
অপর আবেদনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বারডেম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা প্রদানের দাবি জানানো হয়।
আবেদনের একটি করে অনুলিপি স্বাস্থ্য সচিবকেও প্রদান করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের জন্য হলি ফ্যামিলি, আনোয়ার খান ও উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসা প্রদানের অনুমতি প্রদান করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ২১, ২০২০
কেআই/এইচএডি