ঢাকা: যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া মৌজায় নির্মিত মেসার্স সুপার ব্রিকস নামের ইটভাটাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (০৩ নভেম্বর) রায় দেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ।
২০১৮ সালে রিট আবেদনটি দায়ের করেছিলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
আদালতে বেলা’র পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আলী মুস্তাফা খান। আদালতে সুপার ব্রিকসের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
বেলার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যশোরের কেশবপুর উপজেলার উত্তর সাতবাড়িয়া গ্রামের সাতবাড়িয়া মৌজাস্থ ১৫০৪ নং খতিয়ানের ৪১৫৭ নং দাগে পরিচালিত ‘মেসার্স সুপার ব্রিকস’ নামের ইটভাটার অবৈধ কার্যক্রম বন্ধে জনস্বার্থে রিট (৪৭৯৩/২০১৮) দায়ের করে।
ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৮ সালের ৯ এপ্রিল হাইকোর্ট কৃষি জমিতে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ব্যতীত আইন বহির্ভূতভাবে নির্মিত মেসার্স সুপার ব্রিকসের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন। এছাড়াও মেসার্স সুপার ব্রিকসের সব কার্যক্রম থেকে বিরত থাকার আদেশ দেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
ইএস/এমজেএফ