ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনীতে যৌতুক মামলায় বাদীর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ফেনীতে যৌতুক মামলায় বাদীর দণ্ড

ফেনী: ফেনীতে যৌতুকের হয়রানিমূলক মিথ্যা মামলা করায় রূপালী আক্তার (২৬) নামে এক নারীকে অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, সি আর ২৫৭/১৯ নম্বর মামলায় সোনাগাজীর চরচান্দিয়া এলাকার আবু সফিয়ানের মেয়ে রূপালী আক্তারকে যৌতুক আইন ২০১৮ এর ৩ ধারায় হয়রানিমূলক মিথ্যা মামলা করায় ফৌজদারি কার্যবিধি আইনের ২৫০ ধারায় দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় বাদী তার আইনজীবীসহ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী জানান, গেল বছরের ২৮ ডিসেম্বর ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. আলাউদ্দিনকে খালাস দেন আদালত। পাশাপাশি হয়রানিমূলক মামলা করায় বাদী রূপালী আক্তারকে কারণ দর্শনোর নির্দেশ দেন। পরবর্তীতে বাদী উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

আদালত সূত্রে জানা যায়, বাদী রূপালী বেগমের সঙ্গে ২০১৫ সালের ২২ অক্টোবর আসামি মো. আলাউদ্দিনের বিয়ে হয়। তারা স্বামী-স্ত্রী উভয়ে চাকরি করেন। পরবর্তীতে বাদী অন্য লোকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের প্রেক্ষাপটে সম্পর্কের অবনতি ঘটে। মামলা চালাকালীন বাদী রূপালী আক্তার আসামীকে তালাক দেন। মামলার সাক্ষ্য প্রমাণে আসামিকে হয়রানি করার জন্য নিজের দোষ থাকা সত্ত্বেও বাদী রূপালী আক্তার হয়রানিমূলক মামলা দায়ের করেন।

বাদীপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাসান মাহমুদ মামুন ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল কাইয়ুম।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।