ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মামলায় অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই বাদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
মামলায় অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই বাদী

ফেনী: ফেনীতে মিথ্যা মামলা দায়ের করে অন্যকে ফাঁসাতে গিয়ে দুই বাদী ফেঁসে গেছেন।

সোমবার (১১ জানুয়ারি) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে যৌতুক মামলার বাদী রুপালী আক্তার ও প্রতারণা মামলার বাদী করিম হাজারীকে জেল ও জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পারিবারিক ভাবে সোনাগাজী উপজেলার রুপালী আক্তারের সঙ্গে আলাউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর রুপালী আক্তার অন্য পুরুষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় তার সম্পর্কের অবনতি শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে গৃহবধূ রুপালী আক্তার তার স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আলাউদ্দিনকে খালাস দিয়ে কেন মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে তা জানতে চেয়ে রুপালীকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের জবাবে রুপালী আক্তার নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চাইলে আদালত যৌতুক আইন ২০১৮ এর ৩ ধারায় হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ে ওই গৃহবধূকে চার হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এদিকে আদালতের বেঞ্চ সহকারী সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, ফেনী শহরের মাস্টার পাড়ার বাসিন্দা করিম উল্লাহ হাজারী তার প্রতিবেশী সুমনকে ফাঁসাতে ২০১৫ সালে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুরো মামলাটি মিথ্যা ও বানোয়াট হওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজ আহাম্মেদ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে আদালতের বিচারক রাজেশ চৌধুরী আসামিকে মিথ্যা মামলায় হয়রানি করায় বাদী করিম হাজারীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। করিম হাজারী সম্পূর্ণ জ্ঞাতার্থে মিথ্যা মামলা করে সুমনকে হয়রানি করায় আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের এপিপি নিমাইলাল সূত্রধর বাংলানিউজকে জানান, ফেনীর আদালত মিথ্যা মামলার করা দায়ে দুই বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।