ঢাকা: পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো.কামরুজ্জামান এ রিট দায়ের করেন।
আবেদনে মন্ত্রী পরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, দুর্নীতির অভিযোগ তুলে বিদেশিরা যখন সরে গেল তখন পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আমরা আশাহত হয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে। এর জন্য তো তিনি ক্রেডিট পেতে পারেন। তাই তার নামে নামকরণ চেয়ে আবেদন করেছি। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
ইএস/ওএইচ/