ঢাকা: ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়ছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তিনি নিজেই নিশ্চিত করেছেন।
তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগপত্র আসেনি।
২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
ওই ৭০ জনের মধ্যে দেবাশীষ ভট্টাচার্য্যও ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ইএস/এমজেএফ