ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

হোসেনপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
হোসেনপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হোসেনপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।

এসময় হোসেনপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো।  

মো. আবুবকর সরকার বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হোসেনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় মেসার্স মোদক ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও রহমান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।  

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।