কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হোসেনপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।
মো. আবুবকর সরকার বাংলানিউজকে জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হোসেনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয় করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় মেসার্স মোদক ট্রেডার্সকে ৩০ হাজার টাকা ও রহমান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরএ